শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ মার্চ ২০২২, ০০:০০

হাজীগঞ্জে সহস্রাধিক শিক্ষার্থীকে সিআইপি জয়নাল আবেদীনের শিক্ষাসামগ্রী বিতরণ
কামরুজ্জামান টুটুল ॥

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হাজীগঞ্জের কৃতী সন্তান সিআইপি জয়নাল আবেদিন তিনটি প্রাথমিক বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন।

৫ম বারের সিআইপি পদকপ্রাপ্ত, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি জয়নাল আবেদীন মজুমদার বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ও হাটিলা পশ্চিম ইউনিয়নের ৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষাসামগ্রী বিতরণ করেন।

ওই দিন সকালে সিহিরচোঁ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুপুরে সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি এ শিক্ষা সমাগ্রী বিতরণ করেন। একই সময় তিনি ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ ও ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি নিজের জীবনের কথা তুলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য রাখেন।

তিনি বলেন, আজকের শিক্ষার্থী তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাতে নির্ভর করছে আগামীর বাংলাদেশের নেতৃত্ব। তোমরা যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে, দেশের নেতৃত্ব দেবে-এটাই তোমাদের কাছে আমার চাওয়া।

তিনি আরো বলেন, বিশ^ এখন প্রযুক্তিতে অনেক এগিয়ে। বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে বিশে^র কোথায় কী হচ্ছে। তোমরা উচ্চ শিক্ষা অর্জন করে আমাদের ছেড়ে আরো অনেক বড় হবে। মানুষের মতো মানুষ হবে। দেশ ও এলাকাবাসীর সেবা করবে-এটাই আমার প্রত্যাশা।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করছে, দেশের মানুষের জন্য কাজ করছে। তাঁর বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এদেশকে স্বাধীন করার জন্য কাজ করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সৈনিক তাঁকে নির্মমভাবে সপরিবারে হত্যা করে। আমরা তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের সেবায় অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালচোঁ উত্তর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন প্রধানীয়া, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন, পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোৎস্না বেগম, হাজীগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য, ন্যাশনাল কম্পিউটারের স্বত্বাধিকারী মোঃ জহিরুল ইসলাম লিটন, সিহিরচোঁ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ডাঃ আবদুল হাই প্রধানীয়া, আওয়ামী লীগ নেতা টিপু চৌধুরী, ইউপি মেম্বার আবদুল আউয়াল, সিহিরচোঁ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের খান, কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক প্রধানীয়া, ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জসিম মুন্সি, ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, সিহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, সাবেক ইউপি সদস্য আবু তাহের প্রধানীয়া, জামাল খান, আবদুল জলিল সর্দার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়