প্রকাশ : ২৫ মার্চ ২০২২, ০০:০০
এই মর্মে জানানো যাচ্ছে যে, জাতীয় নদীরক্ষা কমিশনের ২১/৩/২০২২ তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক, মহামান্য হাইকোর্টের রায়ের বাইরে নির্ধারিত এলাকায় বালু উত্তোলন নিষিদ্ধ করা হলো। বালু উত্তোলনের পর বালু পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পদ্মা-মেঘনা-ডাকাতিয়া-ধনাগোদা নদী হতে বালু উত্তোলন করে বিক্রয় করা হলে তা চোরাই বালু হিসেবে ঘোষণা করে বালু বিক্রয়কারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই কাজে ব্যবহার করা জলযানগুলো জব্দ করা হবে। যেসব জায়গায় বেআইনীভাবে চোরাই বালু জড়ো করে রাখা হয়েছে তা চোরাই বালু হিসেবে ঘোষণা করে বিধি-মোতাবেক সরকারের নিয়ন্ত্রণে নেয়া হবে এবং এই কাজে জড়িতদের বিরুদ্ধে বিধি-মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-আদেশক্রমে জেলা প্রশাসক, চাঁদপুর।
জনস্বার্থে : দৈনিক চাঁদপুর কণ্ঠ।