শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ০০:০০

আমরা কেউ আওয়ামী লীগের বাইরে নই
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ মার্চ বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা কেউ আওয়ামী লীগের বাইরে না। আওয়ামী লীগে আমরা যারা যে যেখানে আছি, সবার সাথে আলাপ-আলোচনা করে স্ব স্ব উপজেলায় সুন্দর একটা সর্বজন স্বীকৃত কমিটি করার জন্যে চেষ্টা করতে হবে। এ কমিটি স্ব স্ব উপজেলার এমপি, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিশেষ করে মতলবে আমাদের সিনিয়র নেতা প্রেসিডিয়াম সদস্য মায়া চৌধুরী, আরেকজন মন্ত্রী আছেন এবং কচুয়াতে আরেকজন সিনিয়র নেতা ড. মহীউদ্দীন খান আলমগীর ও কেন্দ্রীয় নেতা ড. সেলিম মাহমুদ রয়েছেন। তাঁদের সাথে আলাপ-আলোচনা করে কমিটি করার পরামর্শ দেন তিনি।

তিনি আরো বলেন, সামনে আমাদের জাতীয় নির্বাচন। এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। কারণ বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তিনি তাঁর জীবদ্দশায় তা করে যেতে পারেননি। তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা বাস্তবায়ন করার জন্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সুতরাং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবার রাষ্ট্র পরিচালনা করা ছাড়া আমাদের বিকল্প নেই। তাই সামনের নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে দলের সভানেত্রী শেখ হাসিনা যাকে ভালো মনে করবেন, যাকে প্রার্থী করবেন, আমাদের সবার দায়িত্ব একসাথে তাদেরকে বিজয়ী করার লক্ষ্যে সহায়তা করা। এজন্যে তিনি চাঁদপুরের সবক’টি উপজেলায় মহিলা আওয়ামী লীগ যাতে সুসংগঠিত, সুন্দর এবং শক্তিশালী হয় সেভাবে প্রতিষ্ঠা করা আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মিল্টন।

জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য আফরোজা খাতুন মেরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মৃদুলা সাহা, সদর উপজেলার সভাপতি শাহিদা বেগম, হাইমচরের লায়লা আনজুমান, মতলব উত্তরের পারভীন শরীফ ও সাহিনা আক্তার, মতলব দক্ষিণের আসমা আক্তার আঁখি, ফরিদগঞ্জের নাজমুন নাহার অনি ও ফেরদৌস আক্তার, কচুয়ার তাসলিমা চৌধুরী ও সালমা শহীদ এবং শাহরাস্তির জাহানার ইমাম।

এছাড়া জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আয়শা রহমান লিলি (জেলা পরিষদ সদস্য), মনোয়ারা হারুন, সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক খালেদা বেগম, মহিলা নেত্রী মুক্তা, নূরজাহান বেগম কুমকুম, রৌশন আরাসহ আহ্বায়ক কমিটির অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। সভার শুরুতে পরিচয় পর্ব এবং অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়