প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ০০:০০
গত ২১ মার্চ সোমবার বিকেল ৪টায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্যা সেলিম। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশে আগামী ৩১ মার্চ চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সভায় জেলা বিএনপির এই সম্মেলন উপলক্ষে অ্যাডঃ সামছুল ইসলাম মন্টুকে প্রধান নির্বাচন কমিশনার এবং অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন ও অ্যাডঃ রফিকুল হাসান রিপনকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আগ্রহীগণকে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করার জন্যে সবিনয় অনুরোধ করা হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়। চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা