প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ০০:০০
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর জেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বুধবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া বলেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি চলছে। সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম কমাতে হবে। না হলে এদেশের আপামর জনতাকে সাথে নিয়ে জাতীয় পার্টি কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
এমরান হোসেন মিয়া আরো বলেন, আওয়ামী লীগ সরকার এতোটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে যে, তারা চাইলেই নিজেদের দুর্নীতি-দুঃশাসন থেকে বেরিয়ে আসতে পারছে না। এই সরকার দুর্নীতি-দুঃশাসনে গৃহবন্দী হয়ে পড়েছে। এ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে গড়া জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের মানুষের সেই সোনালী অতীত আবার ফিরে আসবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ লতিফ শেখ, খোরশেদ আলম খুশু, ইঞ্জিনিয়ার শওকত হোসেন আখন্দ, আবুল কালাম আজাদ টুলু, মোল্লা বোরহান উদ্দিন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওলানা জাকির হোসেন হিরু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আলম মিজি, সদস্য সচিব ফেরদৌস খান, যুগ্ম আহ্বায়ক শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, জেলা মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক পারুল বেগম, জেলা কৃষক পার্টির আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্টু গাজী, সদস্য সচিব হাসেম দর্জি, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব নান্নু ভূঁইয়া, জেলা যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব হান্নান ঢালী, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম রেজা, সদস্য মাইনুল হোসেন মাইনু, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক শরীফ পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।