শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ০০:০০

মতলবে সড়ক দুর্ঘটনায় ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের পানির ট্যাংকি বাইপাস এলাকায় বুধবার ২৩ মার্চ দুপুরে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইলেক্ট্রিশিয়ান নাজিম উদ্দীন (৪১) গুরুতর আহত হয়। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।

জানা যায়, নাজিম উদ্দীন মতলব পৌরসভার উদ্দমদী গ্রামের মোখলেছুর রহমান প্রধানের বড় ছেলে। তিনি পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ২টার দিকে নাজিম উদ্দীন তার চাচাতো ভাই জুম্মান (৩০)কে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে পৌরসভার দগরপুর এলাকায় তার ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন। বাইপাস সড়কের পানি ট্যাংকি এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে চাঁদপুরের উদ্দেশ্য আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যান এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সাথে সাথে দুজনই ছিটকে পড়ে যায়। এতে নাজিম উদ্দিন ও তার চাচাতো ভাই জুম্মান মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্মরত চিকিৎসক নাজিম উদ্দিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নাজিমের ছোট ভাই আল মামুন বলেন, পিকআপ ভ্যান দ্রুত গতিতে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা দুজনেই নিচে পড়ে গিয়ে মাথায় প্রচ- আঘাত পান। এদিকে ঘটনার সাথে সাথে ধাক্কা দেয়া পিক-আপ ভ্যানটি পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার আগেই বিকেল সাড়ে পাঁচটার দিকে আমার ভাই মারা যায়। তার ১ মেয়ে ২ ছেলে।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। সেটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়