প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ০০:০০
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার বারবার দরকার। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছে। তাঁর সততা, নিষ্ঠা ও বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এ দেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত হয়েছে। উন্নয়নের এ ধারা যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে জনগণের সার্বিক সহযোগিতা ও সমর্থন নিয়ে দেশটি ২০৪১ সালে অবশ্যই উন্নত দেশে পরিণত হবে। আর যাতে কেউ অস্ত্র প্রয়োগ করে ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারে সে লক্ষ্যে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি গতকাল বুধবার বিকেলে কচুয়া উপজেলার পনশাহী পাইওনিয়ার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাসনিগাছা-বেলতলী বাজার রাস্তা পাকাকরণের ভিত্তিফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে ও কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজের সঞ্চালনায় ড. মহীউদ্দীন খান আলমগীর আরো বলেন, পনশাহী পাইওনিয়ার নি¤œ মাধ্যমিক বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় হিসেবে রূপান্তরিত করার জন্যে এলাকাবাসী দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছে। এলাকাবাসীর প্রাণের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ বিদ্যালয়টিকে শীঘ্রই উচ্চ বিদ্যালয় হিসেবে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমির হোসেন, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, আশরাফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার নবু, আশরাফপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন রিপন প্রমুখ।