প্রকাশ : ২৩ মার্চ ২০২২, ০০:০০
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলার আব্দুল্লাহ আল জাবের নামে একজন মৃত্যুবরণ করেছেন। নিখোঁজের ৪৮ ঘন্টা পর মঙ্গলবার ২২ মার্চ ১১ টায় তার লাশ পাওয়া যায়।
তিনি চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের নতুন রামপুর বাজার এলাকার মাওঃ তাইফুর মৌলভীর ছোট ছেলে। জাবেররা ২ ভাই একবোন। তিনি সকলের ছোট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করতেন। ছোট থেকেই তারা ঢাকায় বসবাস করেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর মরহুমের জানাজা শেষে ঢাকাস্থ ডেমরা এলাকায় দাফন করা হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।