বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ মার্চ ২০২২, ০০:০০

গ্রামীণ ফোন সেন্টারে দুর্ধর্ষ চুরি ॥ ৭ লাখ টাকার মালামাল চুরি
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর শহরের আঃ করিম পাটোয়ারী সড়কস্থ ঘোষপাড়া ব্রীজ সংলগ্ন জননী ভিলার নিচতলায় অবস্থিত গ্রামীণ ফোন সেন্টারে দুর্ধর্ষ চুরি হয়েছে। এতে চোরের দল প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার।

প্রতিষ্ঠানটির চাঁদপুরের ডিস্ট্রিবিউটর মোঃ সোহেল জানান, অন্যান্য দিনের ন্যায় গত ২০ মার্চ রাতে সেন্টারটি বন্ধ করে চলে যাই। পরদিন সকালে যথারীতি একজন এসে শো-রুমটি খোলার সময় দেখে সার্টারে ৩টি তালার পরিবর্তে ১টি তালা। তাৎক্ষণিক বিষয়টি তার সন্দেহ হলে তিনি আমাকে জানান। আমি সাথে সাথে ফোন করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ইনচার্জ মোঃ আব্দুর রশীদকে বিষয়টি অবহিত করি। তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে ফোর্সসহ চলে আসেন। এরপর পুলিশসহ শোরুম খুলে দেখি, আমার মোবাইল, ল্যাপটপ ও ট্যাবসহ ৬ লাখ টাকার মালামাল এবং নগদ ১ লাখ টাকা নেই। এ বিষয়ে আমরা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। এ বিষয়ে আশপাশের সিসিটিভি ফুটেজ এনেছি। তদন্ত চলছে, দেখা যাক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়