শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ মার্চ ২০২২, ০০:০০

মতলবে ১০ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ১০ হাজার শিক্ষার্থীর মাঝে ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভলপমেন্টের চেয়ারম্যান সুমন চৌধুরীর শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী সাইফুল হাসান।

২১ মার্চ সোমবার সকাল ১০টায় মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম চরকালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরুর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভলপমেন্টের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন।

আবু তাহের মাস্টারের সঞ্চালনায় এ শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ রেজাউল করিম, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার।

উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বাখরপুর চৌধুরী বাড়ির কৃতী সন্তান, বরেণ্য শিক্ষাবিদ আবুল হোসেন চৌধুরীর ছেলে আফতাব চৌধুরী সুমন গত ৫ বছর যাবৎ মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় যুবসমাজকে নিয়ে কমিটি গঠন করে মানবসেবার নানামুখী কার্যক্রম করে আসছেন। এরই ধারাবাহিকতায় এ দু উপজেলার ১০ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে খাতা ও কলম পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেন। পাশাপাশি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরণে ওয়াটার বিশুদ্ধকরণ মেশিন বসিয়ে দিচ্ছেন। দরিদ্র ও শিক্ষার্থী সেবা দেয়ার পাশাপাশি তিনি মসজিদের ইমামদের নিয়েও কাজ করে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়