প্রকাশ : ২২ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে গতকাল সোমবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে কচুয়া উপজেলার জগতপুর বাজারের মেসার্স মা স্টীল হাউজ নামের দোকান থেকে মোঃ আবদুল কাইয়ুম (৩০) ও মোঃ মামুনুর রশিদ (২২)কে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
একই দিন পরিদশর্ক বাপন সেনের নেতৃত্বে হাজীগঞ্জের আলীগঞ্জ বাজারস্থ মাদ্দাখাঁ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে মনির হোসেন (৩৩)কে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।