প্রকাশ : ২২ মার্চ ২০২২, ০০:০০
মতলব উত্তরে ৫ কেজি গাঁজাসহ ৪ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে ছেঙ্গারচর পৌরসভাস্থ ১নং ওয়ার্ডের বালুচর ফটিক মিয়ার টিনশেড বাড়ির উত্তর পাশের শেডের ২নং কক্ষে রুবেল মিয়ার ভাড়াটিয়া বাসা হতে মাদক ব্যবসায়ী মরিয়ম (২২), আফিয়া আক্তার (৫০), রহিমা বেগম (৩৬) ও শানু (৩৫)কে গ্রেফতার করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ধৃত আসামীদের হেফাজত হতে ৫ কেজি গাঁজা ও গাঁজা পরিমাপের ডিজিটাল মেশিন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।