প্রকাশ : ২২ মার্চ ২০২২, ০০:০০
চৌধুরীঘাট মার্কেটে অগ্নিকাণ্ড
চাঁদপুর শহরের ১০নং চৌধুরীঘাট ফলের মার্কেটে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আকস্মিক এ অগ্নিকা-ে একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
|আরো খবর
২১ মার্চ সোমবার দুপুর সোয়া একটার সময় আমানত ট্রেডার্সের মালিক স্বপনের ফলের আড়তের পেছনে প্লাস্টিকের ঝুড়ির স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছে।
ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর ও দক্ষিণের দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সহকারী পরিচালক শাহিদুল ইসলাম জানান, ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত দুর্ঘটনাস্থলে আসি এবং আগুন নেভানোর কাজ শুরু করি। আগুনের সূত্রপাত বিষয়ে তিনি বলেন, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক অগ্নিকা-ে ২/৩টি দোকান ক্ষতিগ্রস্ত হলেও আগুন নিয়ন্ত্রণে আনায় শত শত দোকান ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার উপরে হবে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার পর আমানত ট্রেডার্স, গাজী এন্টারপ্রাইজ ও আলী ট্রেডার্সের পেছন থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ার কু-লি দেখতে পেয়ে সবাই আগুন আগুন বলে চিৎকার শুরু করে। এ সময় চৌধুরীঘাটের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গদিঘরের মালামাল রক্ষায় ব্যবসায়ীরা তা সরিয়ে নিতে থাকে। পরে দেখা যায়, ফল রাখার প্লাস্টিকের ঝুড়ির স্তূপ থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে থাকে। অগ্নিকা-ে আশপাশের চার থেকে পাঁচটি দোকানের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশীদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন।
দিনের বেলায় আগুন লাগায় চৌধুরীঘাটের অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে ব্যবসায়ীরারা জানান।