শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ মার্চ ২০২২, ০০:০০

সংস্কৃতি চর্চায় শিশুদের শারীরিক-মানসিক বিকাশ ঘটে
স্টাফ রিপোর্টার ॥

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চাঁদপুর জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস-২০২২-এর সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ১৯ মার্চ শনিবার দিনব্যাপী চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে এ আয়োজন সম্পন্ন হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমেই সকাল থেকে নৃত্য, গান ও চিত্রাঙ্কনের ওপর প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় জেলার শতাধিক প্রতিযোগী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, বর্তমান সময়ে এ ধরনের আয়োজন আমাদের খুবই প্রয়োজন। কারণ করোনার জন্যে সবকিছু স্থবির হয়ে গিয়েছিলো। করোনা সংক্রমণ কমে আসায় শিশুদের মাঝে সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক পরিবেশ আবার ফিরে এসেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শিশুদের খুবই ভালোবাসতেন। তিনি শিশুদের মাঝে মিশে যেতেন। আজকে আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ বদিউজ্জামান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সহ-সভাপতি অ্যাডঃ জসিম উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়