শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ মার্চ ২০২২, ০০:০০

চাঁদপুরে উদ্যমী নারী এসএমই মেলার উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী
মিজানুর রহমান ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে শুরু হয়েছে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আটদিনব্যাপী ‘উদ্যমী নারী এসএমই মেলা-২০২২’। ১৮ মার্চ শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এ সময় তিনি বলেন, নারীরা আজকে ব্যবসাক্ষেত্রসহ সকল ক্ষেত্রে সফল। সেই সাফল্যের সামনে সবচেয়ে বড় অনুপ্রেরণা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে মন্ত্রী বলেন, আমাদের আরো যারা পাথেয় সঙ্গী নারীরা ছিলেন, যেমন বঙ্গমাতা, বেগম সুফিয়া কামাল, শহীদ জননী জাহানারা ইমাম, বেগম রোকেয়া, প্রীতিলতা, নীলা নাগসহ অসংখ্য মহিয়সী নারীরা আমাদের পথ দেখিয়েছেন, পথ তৈরি করে দিয়ে গেছেন। তাদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে চাঁদপুরের এ উদ্যমী নারী এসএমই মেলার সফলতা কামনা করেন তিনি।

ডাঃ দীপু মনি আরো বলেন, সন্তান ধারণ এবং সন্তান জন্মদান যে কাজটি নারীরা করে, সেই নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নারীকে শুধু ঘরের ভেতর নয়, ঘরের বাইরে এবং প্রতিটি পদক্ষেপে নিজের শক্তিকে অনুধাবন করে পথ চলতে হবে এবং সমস্ত বাধা উপড়ে ফেলে তাকে আরো এগিয়ে যেতে হবে।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তারের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল। উপস্থিত ছিলেন পিপি অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, ক্যাব চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন, শিল্পচূড়া ও মাদকমুক্ত চাঁদপুর গড়ি সভাপতি মাহবুবুর রহমান সেলিম, চাঁদপুর উইমেন চেম্বারের সহ-সভাপতি পাপড়ি বর্মন, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, আনন্দ ধ্বনি সঙ্গীত শিক্ষায়তনের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টুসহ উইমেন চেম্বারের সদস্য, নারী উদ্যোক্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মেলায় এবার ৩৫টি স্টল স্থান পেয়েছে। প্রতিটি স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক, জামদানী শাড়ি, নকশী কাঁথা, প্রসাধন, হস্তশিল্প সামগ্রী, মৎস্য ও কৃষি শিল্পসহ বিভিন্ন প্রকার পণ্যসামগ্রীর বিপুল সমাহার শোভা পাচ্ছে। মেলা চলবে ২৫ মার্চ পর্যন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়