শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ মার্চ ২০২২, ০০:০০

মোটরসাইকেল কিনে না দেয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা!
মতলব উত্তর ব্যুরো ॥

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামে পারভেজ (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার সকালে মতলব উত্তর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে লাশ মর্গে পাঠিয়েছে।

১৮ মার্চ শুক্রবার রাতে ওই কলেজ ছাত্র নিজ বাড়িতে নির্মাণাধীন বিল্ডিংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল। পারভেজ মোহনপুর আলী আহম্মদ মিয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলো। সে হানিরপাড় গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।

পারভেজের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতের কোনো এক সময় পারভেজ এ ঘটনা ঘটায়। সকালে নির্মাণাধীন বিল্ডিংয়ে তার নিথর দেহ ঝুলতে দেখে রশি কেটে নামানো হয়।

আত্মীয়-স্বজনরা জানান, সম্প্রতি পারভেজ একটি মোটরসাইকেল কিনে দেয়ার জন্যে আবদার করে। কিন্তু তাকে মোটরসাইকেল কিনে দেয়া হয়নি। এই কারণেই পারভেজ আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তারা।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। মৃতের বাবার ধারণা, মোটরসাইকেল কিনে না দেয়ার কারণে আত্মহত্যা করেছে তার ছেলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়