প্রকাশ : ২০ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও প্রাক্তন ছাত্রী পুর্নমিলনী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ শনিবার বিকেলে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়কস্থ বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথের সভাপ্রধানে ও প্রাক্তন ছাত্রী মনিরা আক্তারের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লাইব্রেরি উন্নয়ন কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তৃপ্তি সাহা।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, প্রাক্তন ছাত্রী লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ছায়া পোদ্দার, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফেরদৌসী আক্তার, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা মায়া মজুমদার, প্রভাবতী রায়, প্রাক্তন ছাত্রী ও হাসান আলী মডেল সপ্রাবির প্রধান শিক্ষক ইসমত আরা সাফী বন্যা, প্রাক্তন ছাত্রী নাসরিন আক্তার, ডাঃ রাশেদা বেগম, প্রভাষক ফৌজিয়া রহমান, প্রভাষক নুপুর বিশ্বাস, প্রভাষক জেসমিন আক্তার জেসি, তাসমিয়া হোসেন প্রমুখ।
সভায় উক্ত বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ কামরুল হাসান।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক তৃপ্তি সাহা বলেন, এ সভার মাধ্যমে আমরা শুধু শতবর্ষপূর্তি ও প্রাক্তন ছাত্রী পুর্নমিলনী উদ্যাপনের মধ্য দিয়ে আমাদের এ কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে স্মরণীয় কিছু রেখে যেতে চাই। তন্মধ্যে অন্যতম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন ছাত্রী পুর্নমিলনী উদ্যাপন উপলক্ষে আমরা প্রতিষ্ঠানটির পুরো ইতিহাস, ঐতিহ্য এবং শতবর্ষের স্মৃতি ধরে রাখতে চাই। এজন্যে যারা লিখতে পারবে, তাদের লেখা সংগ্রহ করে আমরা একটি বই বা ম্যাগাজিন করতে চাই। এছাড়াও ইতিহাস-ঐতিহ্য নিয়ে একটি ডকুমেন্টারি তৈরির প্রস্তাব করেন তৃপ্তি সাহা। অনুষ্ঠান উদ্যাপনের জন্যে একটি মূল কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠনের প্রস্তাব করেন তিনি।
আলোচনা শেষে উপস্থিত সকলের প্রস্তাব ও সম্মতিক্রমে প্রাক্তন ছাত্রী তৃপ্তি সাহাকে আহ্বায়ক ও প্রাক্তন ছাত্রী মুনিরা আক্তারকে সদস্য সচিব করে উদ্যাপন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।