বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ মার্চ ২০২২, ০০:০০

হাজীগঞ্জের সাবেক ইউএনও বিদুষী চাকমার পরলোকগমন
কামরুজ্জামান টুটুল ॥

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব বিদুষী চাকমা পরলোকগমন গমন করেছেন। মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটসহ ফেসবুক পেজে এ বিষয়ে শোকবার্তা দিয়েছেন মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিদুষী চাকমা হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সাথে প্রায় ২ বছর দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০তম বিসিএস কর্মকর্তা ছিলেন। সেই সময় হাজীগঞ্জে ব্যাপক লোডশেডিংয়ের কারণে ঘন ঘন সড়ক অবরোধে অংশ নিতো স্থানীয়রা। সেই সকল অবরোধে তিনি নিজে উপস্থিত হয়ে তা সফলভাবে সমাধান করার কারণে হাজীগঞ্জের আপামর জনগণের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। সরকারের এই কর্মকর্তার মৃত্যুতে হাজীগঞ্জের সচেতন মহলে শোকের ছায়া নেমে আসে। অনেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা গেছে। ভিন্ন একটি সূত্রে জানা গেছে, তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

বিদুষী চাকমার মৃত্যুতে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ফেসবুক পেজে লিখেছেন, জনাব বিদুষী চাকমা, উপ-সচিব (উন্নয়ন) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সাবেক উপজেলা নির্বাহী অফিসার, হাজীগঞ্জ, চাঁদপুর মহোদয়ের অকাল মৃত্যুতে উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ গভীরভাবে শোকাহত। শ্রদ্ধেয় স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়