বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ মার্চ ২০২২, ০০:০০

আত্মহত্যা করে স্কুলের ১৬শ’ টাকা পাওনার দায় থেকে মুক্তি খুঁজলো পান্না
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে পান্না আক্তার (১৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে (১৮ মার্চ) চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার ১৯ মার্চ সকালে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে, স্থানীয় মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী পান্না আক্তারের বিদ্যালয়ের বেতন বাবদ এক হাজার ছয়শ’ বকেয়া ছিলো। গত দু’দিন যাবৎ তা পরিশোধ করার জন্যে তার মা হাছিনা বেগমকে বলাবলি করেছে। হাছিনা বেগমের স্বামী সোহেল তালুকদার বাড়িতে না থাকায় তিনি সাংসারিক কাজকর্মের পাশাপাশি অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সন্তানদের নিয়ে জীবনযাপন করেন। তাই তিনি স্কুলের বকেয়া বেতন দুই/তিন দিন পরে পরিশোধ করবেন বলে মেয়েকে জানান। এ নিয়ে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ১৮ মার্চ শুক্রবার শবে বরাতের রাত হওয়ায় তিনি তার ছেলে মাকসুদ আলমকে রাতে নামাজ পড়ার জন্যে স্থানীয় মসজিদে এগিয়ে দিতে যান। এরপর রাত ৮টার দিকে বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে পান্না আক্তার বসতঘরে আত্মহত্যা করেছে। এ সময় হাছিনা বেগমের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

সংবাদ পেয়ে শুক্রবার রাতে পুলিশ পান্নার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শুক্রবার রাতেই হাছিনা বেগম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন লাশ উদ্ধার-পরবর্তী ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ ও অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়