বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ মার্চ ২০২২, ০০:০০

শাহরাস্তিতে মোটরসাইকেলের সাথে সংঘর্ষে রিকশাচালক নিহত
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তিতে রিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় ৪জন আহত হয়েছে। অপর আরেকটি দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজার-সাহেব বাজার সড়কের কাজির কামতা এলাকায় রিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জন গুরুতর আহত হন। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্যে কুমিল্লায় প্রেরণ করেন। রিকশা চালক মনির হোসেনের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় নেয়ার পথে দাউদকান্দি এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মনির হোসেন শাহরাস্তি উপজেলার টামটা পশ্চিম পাড়া পাটোয়ারী বাড়ির মৃত আঃ মতিনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন : মোটরসাইকেল চালক সাব্বির হোসেন (পিতা আঃ হাই), টামটা মুন্সি বাড়ির ফাহিম হোসেন (পিতা মৃত আঃ রাজ্জাক মুন্সি), তৈয়ব শাহ (পিতা ফরহাদ মিয়াজী) ও সহিদ উল্লাহ পাটোয়ারীর ছেলে রাসেল পাটোয়ারী। আরেকটি দুর্ঘটনায় শাহরাস্তি উপজেলার ছিখটিয়া এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। এরা হলেন শাহরাস্তি উপজেলার শিবপুর এলাকার মোস্তফা কামালের ছেলে কাউছার হোসেন, বাবুল মিয়ার ছেলে আহসান হাবীব ও মোহাম্মদ হোসেনের ছেলে মেহরাজ হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়