বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০০:০০

পিকনিকে এসে মেঘনায় ডুবে মরলো দশম শ্রেণীর ছাত্র
বাবুল মুফতি ॥

মতলবে উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্র লিমিটেডে পিকনিক করতে এসে মেঘনার পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম টুটুল হাসান নয়ন (১৭)। সে ডেমরার নাভারুন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র। তার জন্মস্থান কুমিল্লা জেলায়। সে ধনিয়া যাত্রাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতো। তার পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন তেজগাঁও থানায় কনস্টেবল পদে চাকরি করেন।

জানা যায়, উক্ত কলেজের ১৩৫ জন ছাত্র মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিক করার উদ্দেশ্য আসে। আনুমানিক দেড়টার সময় ক’জন ছাত্র পানিতে সাঁতার কাটছিলো। সবাই তীরে উঠলেও নয়ন আর উঠতে পারেনি। বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে নিকটবর্তী মোহনপুর নৌপুলিশের সহযোগিতা নেয়। পরে ডুবরী দল এসে নয়নের লাশ উদ্ধার করে। পুলিশ, সহপাঠী ও শিক্ষকরা নয়নকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্মরত চিকিৎসক ডাঃ মোহাম্মদ হাসিবুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠী শাহরিয়ার নাজিম মুন্না বলেন, সে আমার প্রিয় বন্ধু ছিল। তার এভাবে মৃত্যুবরণ হবে তা মানতে বড় কষ্ট হচ্ছে।

প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক বলেন, আমরা এসেছিলাম আনন্দ করার জন্যে, কিন্তু এই ঘটনায় আমরা খুবই মর্মাহত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়