বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০০:০০

শিশুদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা টুঙ্গিপাড়ার সেই খোকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর জন্ম হয়েছিলো বলেই আজ আমরা স্বাধীন দেশের মানুষ। বঙ্গবন্ধু মানুষকে খুব বেশি ভালোবাসতেন। বিশেষ করে শিশুদের প্রতি তাঁর ছিলো অন্য রকম ভালোবাসা। আর তাই তাঁর জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে। আমাদের প্রতিটি শিশুকে জাতির পিতার মতো আদর্শবান এবং সাহসী হতে হবে। যাতে আমরা সোনার বাংলার সোনার মানুষ হয়ে উঠতে পারি। বাঙালি জাতির মুক্তির আন্দোলনের এই প্রাণপুরুষ তাঁর প্রতিটি কর্মই নিঃস্বার্থভাবে করে গেছেন। তাই আজকের শিশুদের পরিপূর্ণভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা’, ‘অসমাপ্ত আত্মজীবনী’সহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা পড়তে হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব ও সুর্বণজয়ন্তীর মেলার আলোচনা সভায় ইউএনও শিউলী হরির সভাপ্রধানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, উপজেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

এর আগে সকালে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুহম্মদ শফিকুর রহমান এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, পৌরসভা, ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান। উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব ও সুর্বণজয়ন্তী মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়