প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০০:০০
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। এ সকল কর্মসূচির মধ্যে ছিলো ১৭ মার্চ বৃহস্পতিবার ভোর ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান।
বিকেলে এ উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন আহমেদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি আমরা যারা করছি, তাঁদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে দ্বিধা-দ্বন্দ্ব ছিলো। এ দ্বিধা-দ্বন্দ্ব এখন আর নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনার জন্যে আগামীর সরকার গঠন করতে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল কিছু ভুলে এক হয়ে কাজ করতে হবে। কারণ সামনে নির্বাচন। মনে রাখবেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিমানী হয় কিন্তু বেঈমান হয় না।
তিনি বলেন, বঙ্গবন্ধু সবসময় শিশুদের ভালোবাসতেন। তিনি বিশ্বের মধ্যে একমাত্র নেতা যিনি বাঙালির জন্য নিজের জীবন যৌবন উৎসর্গ করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগ যখন বুঝে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আক্রান্ত হচ্ছে তখন কিন্তু সবাই এক ও অভিন্ন হয়ে যায়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু বলেন, মুখে ঐক্যের কথা বলবেন আর পেছনে সমালোচনা করবেন তা হবে না। ঐক্যের কথা বলতে হলে মন থেকে বলতে হবে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দু রব ভূঁইয়া, আব্দুর রশিদ সরদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জাল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, শিক্ষা ও মানব সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, সহ-দপ্তর সম্পাদক ও পিপি অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী, সদস্য ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, সাজেদা কাকন, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা অধ্যাপিকা মাসুদা নূর, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজিসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সকালে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সাবেক কৃষক লীগ নেতা শাহজাহান চোকদারও উপস্থিত ছিলেন।