প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম, আলোচনা সভা, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ বৃহস্পতিবার ফিশারী গেট সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁদপুর জেলা কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছেন ইসলামিক ফাউন্ডেশন। আর তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন ৫৬০টি মডেল মসজিদ। এটা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। এই মসজিদ সারাদেশে দৃশ্যমান হতে চলছে। চাঁদপুর জেলার মধ্যে কচুয়ায় একটি মসজিদ গত বছর উদ্বোধন হয়েছে। বাকিগুলোর নির্মাণ কাজ চলমান অবস্থায় রয়েছে। মডেল মসজিদ শুধু মসজিদই নয়, এটা একটা কমপ্লেক্স। এই কমপ্লেক্সে বহু ধরনের কাজের কেন্দ্রবিন্দু হবে। এতে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে এক জাগরণ সৃষ্টি হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কোরআন খতমের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। অত্যন্ত সুন্দর আয়োজনে কোরআন তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। বঙ্গবন্ধুর রুহের মাগফেরাতের জন্যে এমন আয়োজন যথার্থ। আমি আগামীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে কোরআন প্রতিযোগিতার আয়োজন করবো।
ইফার উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর পৌর শাখার সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও জাতীয় ইমাম সমিতি চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন জাতীয় ইমাম সমিতি চাঁদপুরের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম।
জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ তানভীরুল ইসলাম। উপস্থিত ছিলেন ইফার ফিল্ড সুপারভাইজার মোঃ সালাউদ্দিন, মোঃ আবদুল হালিম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমিতির সভাপতি মোহাম্মদ মোস্তফা মীর, মদিনা জামে মসজিদের খতিব মুফতি আবু বকর বিন ফারুকসহ বিভিন্ন মসজিদের ইমামগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন বিজয়ীদের হাতে। বিভিন্ন স্কুল-মাদ্রাসা-কলেজের শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন।
এ দিবস উপলক্ষে এদিন সকাল ৭টায় ডিসি অফিস সংলগ্ন চেয়ারম্যানঘাটা বায়তুল আমান জামে মসজিদে ১০জন হাফেজের সমন্বয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৮টায় উপ-পরিচালকের নেতৃত্বে জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার ইসলামিক ফাউ-েশন চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুর জেলার উপজেলা পর্যায়ে ১২৩৬টি কেন্দ্রে একযোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল, জেলা এবং উপজেলা পর্যায়ে পবিত্র কোরআন খতম করা হয়েছে। এছাড়া জেলার ৭২৫০টি মসজিদে বাদ জোহর বিশেষ দোয়ার আয়োজন করার জন্য সম্মানিত ইমাম সাহেবদের অনুরোধ করা হয়েছে।