বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০০:০০

আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান

‘মুজিববর্ষের অঙ্গীকার সুবিধা বঞ্চিত শিশুদের আলোর পথে আনার দায়িত্ব আপনার আমার সকলের’ স্লোগানকে সামনে রেখে স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুরে অসহায় পথশিশু ও কোরআনে হাফেজদের নিয়ে আলোচনা সভা, কেক কাটা এবং মিলাদ-দোয়ার আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, ভয়েস বাংলা ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

১৭ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫টায় চাঁদপুর শহরের কালীবাড়ি টাউনহল সিটি নিয়ন গ্রুপ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় রেদওয়ান খান বোরহান বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। আমরা পেতাম না একটা স্বাধীন ভূখ-। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন খুবই ভালো মানুষ। তিনি মানবসেবায় কাজ করে গেছেন। আমাদের সবাইকে বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কে জানতে হবে। জানলেই একটা আত্মতৃপ্তি পাওয়া যাবে। তিনি আরো বলেন, আমাদের কোনো সামাজিক মর্যাদা ছিলো না। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আমরা সামাজিক মর্যাদা পেয়েছি। বঙ্গবন্ধু আমাদের মহানায়ক। দেশের জন্যে বঙ্গবন্ধু অনেক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন। জাতীয় শিশু দিবসে সেই মহান মানুষটিকে শিশুরা স্মরণ করবে-এটাই স্বাভাবিক।

তিনি বলেন, আজ বাংলাদেশের জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আজকে শিশু দিবসে সমাজের পথশিশুদের সাথে নিয়ে মুজিববর্ষের অনুষ্ঠান করছি। ‘ভয়েস বাংলা ফাউন্ডেশন’ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার দায়িত্ব নিবে।

উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচএম শামীম, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলীসহ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মুখার্জিঘাট ফাতেমা খাতুন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওঃ মোঃ ইব্রাহিম খলিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়