প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০০:০০
হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভা বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া-মিলাদের আয়োজন করে। বৃহস্পতিবার সকালে পৌর ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন ও বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন সভাটি সঞ্চালনা করেন।
বক্তব্য রাখেন প্যানেল মেয়র আজহারুল আলম, আজাদ মজুমদার, পৌর কাউন্সিলর কবির কাজী, মনির কাজী ও সুমন তপাদর। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী।