প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর জেলাবাসীর বহুল কাক্সিক্ষত ও প্রত্যাশিত আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আজ থেকে চালু হচ্ছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ৩ বেডের আইসিইউ ইউনিট আজ উদ্বোধন হচ্ছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আজ এই আইসিইউ উদ্বোধন করবেন। তাঁর এবং তাঁর বড় ভাই ডাঃ জেআর ওয়াদুদ টিপুর আন্তরিক প্রচেষ্টায় চাঁদপুরে অবশেষে আইসিইউ চালু হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, চাঁদপুরবাসীর দীর্ঘদিনের কাক্সিক্ষত ও প্রত্যাশিত আইসিইউ অবশেষে শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপির বদান্যতায় সংযোজিত হতে যাচ্ছে । হাসপাতালের মূল ভবনের ২য় তলার পশ্চিম পাশে ৩ বেডের আইসিইউ ইউনিট পুরোপুরি প্রস্তুত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু ইউনিট প্রস্তুতই নয়, এজন্যে প্রয়োজনীয় জনবলসহ কিছু বিষয় প্রস্তুত বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান। তিনি জানান, আজ শুক্রবার চাঁদপুর-হাইমচর নির্বাচনী এলাকার তিনবারের নির্বাচিত সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আইসিইউ উদ্বোধন করবেন।
তত্ত্বাবধয়াক ডাঃ মাহবুবুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, করোনাকালীন এ ইউনিট চাঁদপুরে না থাকায় এ জেলাবাসীকে চিকিৎসার জন্য সমস্যায় পড়তে হয়। তখনই মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুরবাসীকে আশ^স্ত করেছিলেন জেলাবাসীর চিকিৎসা সেবার জন্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আইসিইউ সমস্যার সমাধান করবেন। সে কথা অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তিনটি বেড অনুমতি প্রাপ্ত হয়। সে মোতাবেক সকল কাজ সম্পন্ন করা হয়েছে।