বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০০:০০

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
স্টাফ রিপোর্টার ॥

জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক সংগঠন আপন এবং সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনু্ষ্িঠত হয়েছে। পেপসোডেন্ট, ইউনিলিভার বাংলাদেশের সৌজন্যে ১৭ মার্চ বুধবার বিকেলে চাঁদপুর শহরের রেলওয়ে শিশু বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

এতে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পাশাপাশি রেলওয়ে কাঁচ্চা কলোনি, বকুলতলা, বড়স্টেশনসহ আশপাশের এলাকার ৫ শতাধিক ব্যক্তিকে চিকিৎসাসেবা দেয়া হয়। চিকিৎসাসেবা নেয়া প্রত্যেককে পেপসোডেন্ট, ইউনিলিভার বাংলাদেশের সৌজন্যে একটি করে সেনসেটিভ এক্সপার্ট পেস্ট দেয়া হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন আপনের প্রতিষ্ঠাতা ও ফেমাস ডেন্টাল কেয়ারের পরিচালক ডাঃ রাশেদা আক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইফতেখার-উল-আলম ও ডাঃ দিলশাদ নাহরীন ইলমা।

মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আপনের উপদেষ্টা রোটাঃ ডাঃ মাসুদ হাসান, রেলওয়ে শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ ও চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটাঃ মাহমুদা খানম, পেপসোডেন্ট, ইউনিলিভার বাংলাদেশের প্রফেশনাল হেলথ এক্সিকিউটিভ অফিসার রিপন দাস।

আয়োজক প্রতিষ্ঠান ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত।

তিনি বলেন, জাতির পিতার জন্মবার্ষিকীতে এমন একটি মানবিক আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। যেহেতু এই এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র, তারা চাইলেই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে ভিজিট দিয়ে চিকিৎসাসেবা নিতে পারে না। আজকে তারা বড় পরিসরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্যে এমন একটি এলাকাকে নির্বাচন করে দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের জয়েন্ট সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন। ইনার হুইল ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি তাছলিমা মুন্নী ও তাসনুভা রহমান তন্বী, বর্তমান সহ-সভাপতি রওশন আক্তার, মিতু আক্তার, এডিটর নাছরিন আক্তার, সদস্য রুবিনা মরিয়ম ও জয়নব।

ফ্রি মেডিকেল ক্যাম্পের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন আপনের সদস্য সচিব আশিক বিন রহিম, সদস্য আল আমিন মুন্সি, মুরাদ হাসান, আব্দুল আল জাকারিয়া, সাইফ মাহমুদ হাসান, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সহ-সভাপতি রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়