শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০০:০০

ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জেলা জজ জুটি ও রানার্সআপ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুটি
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টে-২০২২-এর পুরস্কার বিতরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান ও সহকারী জজ মোস্তফা পারভেজ জুটি। আর রানার্স আপ হয়েছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামছুল ইসলাম ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময়। বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন, রানার্স আপসহ অংশ নেয়া খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেয়া হয়।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো ছিলো : এ গ্রুপে জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান বনাম সহকারী জজ পারভেজ, বি গ্রুপে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল ইসলাম বনাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময়, সি গ্রুপে যুগ্ম জেলা জজ-১ শাহেদুল করিম বনাম সহকারী জজ ইব্রাহীম, ডি গ্রুপে যুগ্ম জেলা জজ-২ অরুণ চন্দ্র পাল বনাম সহকারী জজ বিল্লাল, ই গ্রুপে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান বনাম ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল পারভেজ, এফ গ্রুপে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদ বনাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন ও জি গ্রপে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ বনাম লিগ্যাল এইড অফিসার সাকিব। টুর্নামেন্টের খেলাগুলো শুরু হয়েছিলো গত মাসের ২৭ ফেব্রুয়ারি থেকে। আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ১৬ মার্চ বুধবার রাতে।

গতকাল ১৭ মার্চ বৃহস্পাতিবার সন্ধ্যায় জেলা জজ আদালতের নবনির্মিত ব্যাডমিন্টন কোর্টে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামছুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুসহ বিচার বিভাগের বিচারক, আইনজীবীসহ কর্মকতা-কর্মচারীগণ।

অপরদিকে স্টাফদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে দুটি গ্রুপে অংশ নিয়েছিলো ১০জুটি। এরা ছিলো : স্বপন বনাম নারায়ন, মঞ্জু বনাম হান্নান, হাসান বনাম শাহাজাহান, মাহবুব বনাম সোহাগ, নাসির বনাম লিটন, আলমগীর বনাম রুবেল, সোহেল বনাম শাহীন, নাদিম বনাম সাইফুল, আফজাল বনাম সালেক ও ফখরুল বনাম ফারুক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়