বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ মার্চ ২০২২, ০০:০০

নারীদেরকে বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়
মিজানুর রহমান ॥

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ও চাঁদপুরে উদ্যমী নারী এসএমই মেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ বেলা ১২টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ সেমিনারের আয়োজন করে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের সার্বিক সহযোগিতায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন।

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তারের সভাপ্রধানে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিউদ্দীন আহমেদ।

মূল প্রবন্ধের উপর আলোচনা করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিক মিজান মালিক, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও শিল্পচূড়ার সভাপতি মাহবুবুর রহমান সেলিম।

নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন ফজিলতুন্নেসা আবু, শারমিন আক্তার জুঁই ও নাজমা আলম। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি পাপড়ি বর্মন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের সদস্য কবিতা সাহা।

চাঁদপুর আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের পরিবেশনায় জাতীয় সংগীত ও প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সেমিনারে বাংলাদেশের অর্থনীতিতে নারীদের ভূমিকার উপর প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়।

এসএমই উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয়েছিল সেমিনার। এ সময় উইমেন চেম্বার সদস্যবৃন্দ, উদ্যমী নারী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, নারীদেরকে বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই নারীবান্ধব ব্যবসার পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। দেশের নারী-উদ্যোক্তাদের করোনাভাইরাস পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে অংশ নিতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়নে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী একজন নারী, তিনি সর্বদা নারীদের নিয়ে ভাবেন ও নারীর ক্ষমতায়নের চিন্তা করেন। এজন্যে তিনি নারীর ক্ষমতায়নে নানামুখী প্রকল্প গ্রহণ করেছেন। এমনকি বর্তমান সরকার বাজেটের ৩৩ ভাগ নারীর ক্ষমতায়নে ব্যয় করে। যার ফলে আজকে নারীরা প্রতিষ্ঠিত হয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হয়েছেন। আজকে পৃথিবীর ১৬৩টি দেশের মধ্যে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্য শীর্ষে অবস্থান করছে। এক্ষেত্রে ভারত ও পাকিস্তান আমাদের চেয়ে পিছিয়ে রয়েছে।

জাতীয় ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক চটকদার শ্লোগান আর মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। করোনাকালীন এবং চলমান যুদ্ধের কারণে প্রতি ব্যারেল ডিজেল পেট্রোলের দাম ৪৩ ডলার থেকে আন্তর্জাতিক বাজারে বেড়ে ১২০ ডলার হয়েছে। আমাদানি মূল্যস্ফীতিতে আমাদের এখানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণে রাখার জন্যে ভ্যাট-ট্যাক্স উঠিয়ে দিয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারের উপর আস্থা রাখুন। আল্লাহর আশীর্বাদে ৪১ সালের মধ্যে সোনার বাংলা আমরা পাবো। উন্নয়নের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। আমার কোনো দল নেই, গ্রুপিং নেই। আমি চাই এলাকার উন্নয়ন মানুষের উন্নতি এবং প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হোক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়