বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ মার্চ ২০২২, ০০:০০

আজ বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আজ ১৭ মার্চ বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। আজ জাতীয় শিশু দিবস। দিবসটি ঘিরে সরকারিভাবে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। সে আলোকে চাঁদপুরেও ব্যাপক নানা হাতে নেয়া হয়েছে জেলা প্রশাসন থেকে।

প্রশাসনের বাইরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনও ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। জেলা আওয়ামী লীগ, সদর ও পৌর আওয়ামী লীগ এবং জেলা ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক কর্মসূচি ঘোষণা করেছে।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে ঐতিহ্যবাহী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফুর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। জন্মের পর তাঁর আকিকা অনুষ্ঠানে নানা শেখ আবদুল মজিদ নাতির নাম রাখেন শেখ মুজিবুর রহমান। নাম রাখার সময় নানা ওই বাড়ির অন্যদের বলেছিলেন, আমার দেয়া এ নামটি এক সময়ে বিশ্বে আলোচিত এবং খ্যাতি লাভ করবে।

বঙ্গবন্ধুর শৈশব কেটেছিলো টুঙ্গিপাড়ায়। শিশু বয়সে বাড়ির গৃহশিক্ষকদের কাছে তাঁর লেখাপড়া শুরু। এরপর পূর্বপুরুষদের গড়ে তোলা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তাঁর স্কুলজীবন শুরু। পর্যায়ক্রমে গোপালগঞ্জের মিশনারী স্কুল ও মাদারীপুর স্কুলে লেখাপড়া করেন। বঙ্গবন্ধু খেলাধুলায়ও বেশ ভালো ছিলেন। ছাত্রজীবনে তাঁর ফুটবল খেলার প্রতি ছিলো যথেষ্ট আগ্রহ। ওই আগ্রহের সূত্র থেকে গোপালগঞ্জের ফুটবল টিমে তিনি অংশ নেন। গোপালগঞ্জের স্কুল থেকে মেট্রিক পাস শেষে কলকাতা ইসলামিয়া কলেজে তিনি ভর্তি হন। বেকার হোস্টেলে থাকার সুবাদে সে সময় বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সংস্পর্শে আসেন। জড়িয়ে যান হলওয়ে মনুমেন্ট আন্দোলনে। শুরু হয় তাঁর সংগ্রামী ও রাজনৈতিক জীবন।

জেলা প্রশাসনের কর্মসূচি

গতকাল ১৬ মার্চ থেকে আজ ১৭ মার্চ সকল সরকারি বেসরকারি ভবন আলোকসজ্জা। ১৬ মার্চ দিনব্যাপী রচনা, কবিতা, চিত্রাংকন, কুইজ, বইপড়া প্রতিযোগিতা ও দেয়ালিকা প্রদর্শনী। ১৭ মার্চ সকাল ৭টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, সকাল ৯টায় চাঁদপুর স্টেডিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’ উদ্বোধন এবং স্টল পরিদর্শন, সকাল সাড়ে ৯টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী র‌্যালি, সকাল ১১টায় মেলা প্রাঙ্গণ চাঁদপুর স্টেডিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এদিন সকাল ১১টায় স্ব স্ব প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কেক কাটা ও মিষ্টান্ন বিতরণ, দুপুর ১টায় হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, এতিমখানা, মূক ও বধির স্কুলে মিষ্টান্ন বিতরণ এবং উন্নতমানের খাবার পরিবেশন, সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির ও গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন। এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাবার/মিষ্টান্ন বিতরণ। সুবিধাজনক সময়ে লঞ্চঘাট, রেল স্টেশন, বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত তথ্য চিত্র/ভিডিও ক্লিপস প্রচার। সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সকল টেস্ট ও সেবায় ২০% ছাড়ে সেবা প্রদান। সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বীর মুক্তিযোদ্ধা ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। এছাড়া চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল ও চক্ষু হাসপাতালের পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। চাঁদপুর সেতু ও মতলব সেতুর টোল ফ্রি সুবিধা। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও মাতৃমঙ্গলে ১৭ মার্চ পূর্বাহ্নে প্রথম ভূমিষ্ট হওয়া শিশুকে বিশেষ পুরস্কার প্রদান। চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

জেলা আওয়ামী লীগ

সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে নয়টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার। এ সময় জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সকাল দশটায় আনন্দ র‌্যালি। সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কেক কাটা। দুপুর দেড়টায় এতিমদের মাঝে খাবার বিতরণ। বাদ আছর মসজিদ মন্দির ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা শেষে তবররুক বিতরণ।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠান সফল করার জন্যে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন তথা সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্যে অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, চাঁদপুর জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, পৌর মহিলা আওয়ামী লীগ, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা যুব মহিলা লীগ, চাঁদপুর জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে সকাল ১০টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়