প্রকাশ : ১৬ মার্চ ২০২২, ০০:০০
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনকল্পে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতার জন্মদিনে জাতীয় শিশু দিবস, তাই আমাদের সকলকে দলীয় প্রোগ্রামের সাথে সাথে সরকারি প্রোগ্রামগুলোতে উপস্থিত থাকা দরকার। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আমারা ঐদিন সকল অনুষ্ঠান উদ্যাপন করবো। সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান, বিকেল ৩টায় আলোচনা সভা ও কেককাটা হবে। তাই ঐক্যবদ্ধ হয়ে সকল অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন।
তিনি বলেন, দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু তা বছরের পর বছর ধরে রাখলে তা দলের জন্য ক্ষতিকর হবে। নেত্রী জানেন দলের কে কোথায় থাকবে। তাই সেদিকে আমরা না গিয়ে দলের কথা চিন্তা করে যেন রাজনীতি করি।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, সন্তোষ কুমার দাস, মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, মহিলা সম্পাদিকা সদস্য অধ্যাপিকা মাসুদা নূর ও সদস্য অ্যাডঃ বদিউজ্জামান কিরণ।