প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুরে সাংগঠনিক সফরে আসছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আগামীকাল বুধবার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ওসমান গণি, মহাসচিব ইমরান হাসান ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আলম (সুমন)সহ অন্য নেতৃবৃন্দ চাঁদপুরে আসছেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফরকালে শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমেপ্লেক্সের তৃতীয় তলায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হবে। উদ্বোধন শেষে বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করবেন নেতৃবৃন্দ। সবশেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁদপুর জেলার রেস্তোরাঁ মালিকদের মাঝে সনদপত্র বিতরণ করবেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফরের বিষয়ে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ জানান, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁদপুর সফরে আসছেন। আমরা কেন্দ্রীয় কমিটির সকল প্রকার নির্দেশনা মেনে চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাবো। এ সফরকে সফল করতে হোটেল-রেস্তোরাঁ ও চাইনিজ রেস্টুরেন্ট এবং মিষ্টি ব্যবসায়ী সকলকে যথা সময় উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।