বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
গোলাম মোস্তফা ॥

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁদপুর সদর উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী নাঈম হাওলাদারের করুণ মৃত্যু হয়েছে।

জানা যায়, ধনপদ্দি গ্রামের বিল্লাল হাওলাদারের বড় ছেলে নাঈম হাওলাদার পার্শ্ববর্তী তাফালিং বাজার এলাকার লোকমান হোসেনের বিল্ডিংয়ের বৈদ্যুতিক কাজ করতে যায়। কাজের এক পর্যায়ে নাঈম উক্ত বিল্ডিংয়ের একটি লাইটের সুইচ লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।

এ অবস্থায় বাড়ির মালিকসহ তার সাথে থাকা লোকজন তাকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ নুর হোসাইন বান্না তাকে মৃত ঘোষণা করেন।

নাঈমের সাথে আসা লোকজন জানান, নাঈম দরিদ্র পরিবারের সন্তান। অভাবের সংসারে বাবাকে সহযোগিতার জন্যে সখের বশে পড়ালেখার পাশাপাশি সে বৈদ্যুতিক কাজ শিখে। তরুণ বয়সে সে ভালো টেকনিশিয়ান হিসেবে সুনাম কুড়িয়েছিলো। সে এলাকায় বৈদ্যুতিক কাজ করতো। কিন্তু এমন দুর্ঘটনায় তার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো পরিবার ও গোটা এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়