প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে হাজীগঞ্জে এ বছর ২৩টি কোরবানির পশুরহাট বসেছে। সোমবার অস্থায়ী হাটগুলো সর্বোচ্চ দরপত্রের মাধ্যমে ইজারা দেয়া হয়। তবে হাটে স্বাস্থ্যবিধি মানতে হবে শতভাগ।
হাজীগঞ্জে এ বছর ২১টি অস্থায়ী হাটসহ মোট ২৩টি কোরবানির পশুরহাট বসছে। অস্থায়ী পশুরহাটগুলো হলো : পিরোজপুর বাজার, আদর্শ সাহেব বাজার, রামপুরবাজার, সুহিলপুর বাজার, রায়চোঁ বাজার, সেন্দ্রা বাজার, বেলচোঁ বাজার, রামচন্দ্রপুর বাজার, কাকৈরতলা বাজার, আহম্মদপুর বাজার, মালিগাঁও বাজার, পালিশারা বাজার, কাশিমপুর বাজার, হারিয়াইন বাজার, লাওকোরা বটতলা বাজার, বাড্ডা পাটওয়ারী বাড়ি সংলগ্ন মাঠ, পাতানিশ আড়ং বাজার, ধড্ডা পশ্চিম পাড়া আড়ংবাজার, কাঠালি দিঘিরপাড় মাঠ, চেঙ্গাতলী ও বাংলা বাজার। এছাড়াও স্থায়ী বাজারগুলো হচ্ছে হাজীগঞ্জ ও বাকিলা বাজার।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, সরকার নির্ধারিত ফি’র বাইরে ইজারাদার ক্রেতা থেকে অতিরিক্ত টাকা নিতে পারবে না। আমরা এ ব্যাপারে হাটগুলোতে নজর রাখবো।