সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

সুভাষ চন্দ্র রায় ও তমাল কুমার ঘোষকে চাঁদপুর চেম্বারের অভিনন্দন

সুভাষ চন্দ্র রায় ও তমাল কুমার ঘোষকে চাঁদপুর চেম্বারের অভিনন্দন
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক পদে সহ-সভাপতি তমাল কুমার ঘোষ পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমসহ চেম্বার পরিচালকগণ।

শুভেচ্ছা বার্তায় চেম্বার সভাপতি বলেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে সুভাষ চন্দ্র রায় ও তমাল কুমার ঘোষ তাদের যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন। তারা প্রমাণ করেছেন শুধু ব্যবসায়িক অঙ্গনেই তারা সফল নন। তারা সামাজিক, সাংগঠনিক কাজেও সমানভাবে সফল। সম্মেলনের মাধ্যমে নিরঙ্কুশ সমর্থনে পুনরায় নেতা নির্বাচিত হওয়া তাদের কাজেরই স্বীকৃতি বলে আমরা মনে করি। আশা করি আগামী দিনে তারা সামাজিক কার্যক্রমে আরো সক্রিয় ও সফল হবে। আমরা তাদের সাংগঠনিক সফলতা কামনা করি। নেতা নির্বাচনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের প্রতিও আমরা ধন্যবাদ জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়