সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০

ইউপি নির্বাচন-২০২১

ফরিদগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি

ফরিদগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি
প্রবীর চক্রবতী ॥

আগামী ৫ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদান সম্পন্ন হয়েছে। তাতে দেখা যায় যে, চেয়ারম্যান পদে ১০৫ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১২৫ জন এবং সাধারণ ওয়ার্ডে ৫১৫জন সদস্যসহ মোট ৭৪৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দাখিলকৃত মনোনয়নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। এক কথায় বলতে গেলে বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমান ও সাবেক চেয়ারম্যান ছাড়াও রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী। সবচেয়ে বেশি চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে সর্বাধিক ১৫জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সর্বনি¤œ রূপসা উত্তর ও চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে ৫জন করে চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফরিদগঞ্জে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি থাকার কারণে তিনটি গ্রুপের প্রতিটি থেকেই একাধিক চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে, তৃণমূলের সুপারিশ উপেক্ষিত হওয়ায় তারা দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করবেন। বিএনপির ক্ষেত্রেও কয়েকটি ইউনিয়নে একই অবস্থা। দলীয়ভাবে নির্বাচন না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হয়েছেন অনেকে। একাধিক ইউনিয়নে তিনজন করে প্রার্থী রয়েছেন।

বিগত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া কিন্তু চলতি নির্বাচনে মনোনয়ন বঞ্চিত প্রার্থীরাও নির্বাচনে অংশ নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। যদিও ইতিমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার লোকজন প্রতিটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের ক্ষোভ প্রশমনে কাজ শুরু করেছেন বলে জানা গেছে। কিন্তু কতটুকু সফল হয় তা দেখার বিষয়।

এ ব্যাপারে স্থানীয় এমপির প্রতিনিধি ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থীর বিপক্ষে বিদ্রোহীকে কোনো ছাড় দেয়া হবে না। যিনি নৌকা পেয়েছেন, তিনি আমাদের প্রার্থী। কোনো কোনো স্থানে দলের পরীক্ষিত ও ত্যাগীরা বঞ্চিত হলেও দলের বৃহত্তর স্বার্থে কিছুই করার নেই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, নৌকা যার, আমরা তার। ৫ জানুয়ারি ১৩টি ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি তৃণমূলের সুপারিশ উপেক্ষিত হওয়া ক্ষোভ এবং তৃণমূলের প্রার্থীর তালিকা নিয়ে জালিয়াতির ঘটনার বিচার দাবি করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়