প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
মহান বিজয় দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে চাঁদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়ের সভাপতিত্বে কুচকাওয়াজ ও শরীর চর্চা উপ-কমিটির সাথে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার জানান, চাঁদপুর জেলা পুলিশ প্রতিবছরের ন্যায় এই বছরও বিজয় দিবস জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্যভাবে উদ্যাপনের উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসনের সাথে একত্রিত হয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে মহান বিজয় দিবস বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর করার জন্যে আমাদের চেষ্টা থাকবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ, কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।