শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরে ৬ষ্ঠ মুড়ি উৎসবের উদ্বোধন

চাঁদপুরে ৬ষ্ঠ মুড়ি উৎসবের উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥

‘ভিন্ন পাত্রে মুড়ি খাই, করোনাকে বিদায় জানাই’ এই শ্লোগানকে ধারণ করে চাঁদপুরে ৬ষ্ঠ মুড়ি উৎসব-২০২১ উদ্বোধন করা হয়েছে।

২৭ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর ড্রামার আয়োজনে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এ মুড়ি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, ৬ষ্ঠ মুড়ি উৎসব উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডঃ বদিউজ্জামান কিরন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি পিএম বিল্লাল, চাঁদপুর ড্রামার যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

৬ষ্ঠ মুড়ি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ফারুক হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুড়ি উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব শংকর রায়, সদস্য মজিবুর রহমান দুলাল, পরিমল দাস নূপুর, ইমতিয়াজ উদ্দিন মাসুদ, অমরেশ্ব দত্ত জয় ও সাইফুল ইসলাম রাসেল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়