শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০০:০০

ঢাকায় ’৯৮ ফ্রেন্ডস টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট

শুক্রবার ইলিশের বাড়ি চাঁদপুর খেলবে খিলগাঁও ও নারায়ণগঞ্জের সাথে

শুক্রবার ইলিশের বাড়ি চাঁদপুর খেলবে খিলগাঁও ও নারায়ণগঞ্জের সাথে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

আগামী ৫ নভেম্বর ঢাকার মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজ মাঠে এসএসসি ’৯৮ ও এইচএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে সুপারস্টার টিস্যু ফ্রেন্ডস টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেবে ইলিশের বাড়ি চাঁদপুরসহ মোট চব্বিশটি দল। ইলিশের বাড়ি চাঁদপুর শুক্রবার সকাল সাড়ে ১১টায় টেন ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে অংশগ্রহণ করবেন খিলগাঁও ’৯৮ ব্যাচের সাথে। দুপুর আড়াইটায় ইলিশের বাড়ি চাঁদপুরের সাথে খেলবে নারায়ণগঞ্জ ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীরা। টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৫ নভেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ইলিশের বাড়ি চাঁদপুরের এসএসসি ’৯৮ ও এইচএসসি ২০০০ ব্যাচ সহ মোট চব্বিশটি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে ঢাকার দলের সংখ্যা বেশি।

ক’দিন আগে ঢাকায় চাঁদপুর এসএসসি ’৯৮ ও ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ইলিশের বাড়ি চাঁদপুর দলের জার্সি উন্মোচন করা হয়েছে। জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর দলের টিম ম্যানেজার হাবিবুর রহমান জসিম, কোচ আরিফুর রহমান পাটোয়ারী ও দলীয় অধিনায়ক তোফায়েল কাজী সবুজ। ইলিশের বাড়ি চাঁদপুর দলের খেলোয়াড় : বাপ্পি, কাঞ্চন, কাউসার, শাকিল, শামিম, কাজল, জসিম, মনির, গাজী শুভ্র, রবিউল, রবি, মাসুদ রানা, এনামুল বাপ্পি ও মোজাম্মেল হোসেন।

ঢাকায় খেলা উপলক্ষে চাঁদপুর ’৯৮ ব্যাচের শিক্ষার্থীরা নিয়মিতভাবে ক্রিকেট অনুশীলন করে যাচ্ছেন। তবে চাঁদপুরের দলটিতে অনেক দক্ষ ক্রিকেটার রয়েছেন। দলের অনেক খেলোয়াড় এক সময় চাঁদপুরের বিভিন্ন ক্লাবের হয়ে নিয়মিত ক্রিকেট খেলতেন। আবার এই দলে অনেক ক্রিকেটার ঢাকায় বিভিন্ন ক্লাবের হয়ে বিভিন্ন ক্রিকেট খেলেছেন। বলা যায় টুর্নামেন্টে অংশ নেওয়া ২৪টি দলের মধ্যে চাঁদপুরের দলটি মোটামুটি ক্রিকেটের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে।

চাঁদপুর দলের অধিনায়ক সবুজ এ প্রতিবেদককে জানান, আমাদের এই খেলাটি গত শুক্রবার ও শনিবার হওয়ার কথা ছিল। আয়োজকদের পক্ষ থেকে চারটি ভেন্যু ঠিক করা হয়। কিন্তু এর মধ্যে দুটি ভেন্যুতে জাতীয়ভাবে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হলে চাকুরিজীবীদের জন্যে সেই দুটি ভেন্যু বাতিল করা হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে আগামী ৫ নভেম্বর ২৪টি দল নিয়ে খেলা শুরু করার চিন্তাভাবনা করা হয়। এরমধ্যে দু-একটি ম্যাচ মাঠে গড়িয়েছে। অংশ নেয়া প্রতিটি দলকে ১০ ওভার খেলতে হবে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রত্যেক দলকে রঙিন ড্রেসে স্ব স্ব জেলার লোগো নিয়ে মাঠে নামতে হবে। আশা করি আমাদের দলের খেলোয়াড়রা ভালো খেললে অবশ্যই ভালো কিছু করতে পারবো আমরা এই টুর্নামেন্টে।

চাঁদপুর দলের কোচ আরিফুর রহমান পাটোয়ারী ও দলের টিম ম্যানেজার হাবিবুর রহমান জীবন এ প্রতিবেদককে জানান, আমাদের দলের সকলেই আমরা একই ব্যাচের। আমাদের এখানকার অনেক বন্ধু স্কুল জীবন থেকেই ক্রিকেট খেলার সাথে জড়িত রয়েছেন। আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই এখন বিভিন্ন স্থানে বিভিন্ন পদে চাকরিরত রয়েছেন। সারা বাংলাদেশের একই ব্যাচের বন্ধুদের নিয়ে ঢাকায় টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ওই টুর্নামেন্টে আমরা একই বছরে পড়ুয়া সকল ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবো। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী আমরা যদি দুটি ম্যাচে জয়লাভ করতে পারি, তাহলে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবো পরের দিন শনিবার। আমরা চাঁদপুরবাসীসহ সকলের কাছে দোয়া প্রত্যাশা করছি, ইলিশের বাড়ি চাঁদপুর দলটি যেন এই টুর্নামেন্টে ভালো কিছু করতে পারে এবং টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত খেলার সুযোগ পায়।

উল্লেখ্য যে, অংশ নেওয়া দলের খেলোয়াড়দের মধ্যে যারা ঢাকা রয়েছেন তারা ঢাকায় অনুশীলন করে যাচ্ছেন আর যারা চাঁদপুরে আছেন তারা চাঁদপুরে নিয়মিত ক্রিকেট অনুশীলন করছেন। চাঁদপুর জেলার এ দলটিতে শহরের বিভিন্ন স্কুলে পড়ুয়া একই ব্যাচের শিক্ষার্থীরা রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়