মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১৩:৩৬

৫ এপ্রিল শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ টেনিস সিজন-২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

জাতীয় দলের সাবেক বেশ ক’জন ক্রিকেটার উপস্থিত থাকবেন

চৌধুরী ইয়াসিন ইকরাম
৫ এপ্রিল শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ টেনিস সিজন-২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

আগামী ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ টেনিস সিজন-২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক বেশ ক’জন ক্রিকেটারসহ বর্তমান জাতীয় দলের ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞরা। এছাড়া ফাইনালে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ। বিগ বাজেটের এ টুর্নামেন্টের ফাইনালে লড়বেন চাঁদপুরের হাজীগঞ্জ ভিক্টোরি হিরোস ও কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী আলকারা স্পোর্টস ইউনিট।

শাহরাস্তি ক্রিকেট একাডেমির আয়োজনে ২০২৪ সালের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছে শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুল।

শাহরাস্তি ক্রিকেট একাডেমীর আয়োজনে টুর্নামেন্টের সিজন-২-এর খেলাগুলো অনুষ্ঠিত হয় সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে। খেলা উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে বর্ণিলভাবে সাজানো হয়েছে মাঠ।

এবারে টুর্নামেন্টে অংশ নিয়েছিলো সিলেট, ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, বরিশাল, লক্ষ্মীপুর, চৌমুহনী, চট্টগ্রামের সন্দ্বীপ, লাকসামসহ চাঁদপুর জেলা এবং উপজেলার ৩২টি দল। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেছিলো সিজন ১-এর ফাইনালে খেলা শাহরাস্তি উপজেলার উপলতা স্পোর্টিং ক্লাব ও অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব।

এবারের টুর্নামেন্টের পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ ৫০ হাজার টাকা ও রানার্স আপ দল পাবে ১ লাখ টাকা ও ট্রফি। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর এন্ট্রি ফি ছিলো ৮ হাজার টাকা।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো : আহমেদ রাব্বি এলিট ইলেভেন নারায়ণগঞ্জ, গ্র্যান্ড ভিক্টোরি স্পোর্টিং ক্লাব, এনআরসি চৌদ্দগ্রাম কুমিল্লা, হাইমচর স্টার চাঁদপুর, গুড্ডু ক্রিকেটার্স গাজীপুর, কুচাইতলী রাইডার্স কুমিল্লা, যাত্রাবাড়ী লায়ন্স ঢাকা, এআর এন্টারটেইনমেন্ট সিলেট, মারিয়ান এক্সপ্রেস বরিশাল, লাল সবুজ ক্রিকেট ক্লাব, অলস্টার লক্ষ্মীপুর, সূচীপাড়া স্পোর্টিং ক্লাব, সিটি বয়েজ চাঁদপুর, ১০-১২ ক্রিকেট ক্লাব ঢাকা, টিম রামগঞ্জ, চিতোষী ইলেভেন লায়ন্স, আর এম স্পোর্টস ক্লাব ঢাকা, সৌদি প্রবাসী ফরিদগঞ্জ, ভিক্টোরি ক্লাব হাজীগঞ্জ, নর্থ গন্ধর্ব্যপুর, উপলতা স্পোর্টিং ক্লাব, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব, বড়কুল আইডিয়াল ক্লাব, জমাদ্দার বাড়ি একাদশ, স্পোর্টস লাভার সন্দ্বীপ চট্টগ্রাম, জিরো ফোর ক্লাব ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি, স্টার স্পোর্টিং ক্লাব, দক্ষিণ লংলা কুলাউড়া সিলেট, ঠাকুরবাজার স্পোর্টিং ক্লাব, লাকসাম রকস্টার ফ্যাশন, গুণবতী আলকরা স্পোর্টস ইউনিটি চৌদ্দগ্রাম ও চৌমুনী ফাইটার্স চট্টগ্রাম। অংশ নেয়া দলগুলোকে আইসিসি ও স্থানীয় নিয়ম অনুযায়ী খেলতে হয়েছে। প্রতিটি দলের খেলা ১৬ ওভারে অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা ও ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু জানান, আমরা গত বছর এই উপজেলাতে বিভিন্ন জেলার ক্রিকেট দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। আমরা সুন্দরভাবে টুর্নামেন্ট শেষ করেছি। গত বছরের টুর্নামেন্টের ফাইনালে মাঠে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার সাইফুদ্দিন ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুল। এবারো সিজন-২-এর খেলাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন খেলার সময় জাতীয় দলের বিভিন্ন ক্রিকেটারসহ জেলার বিভিন্ন অতিথিকে মাঠে আনা হয়েছে। মিঠু বলেন, সারা বাংলাদেশের সর্ববৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল আগামী পাঁচ তারিখ অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলার প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তাসহ জাতীয় পর্যায়ে তিন থেকে চারজন ক্রিকেটার এবং আরো অনেক সম্মানিত ব্যক্তি উপস্থিত থাকবেন। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে ২টি। প্রথম হচ্ছে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং উপজেলা পর্যায়ে হারিয়ে যাওয়া ক্রীড়াঙ্গনকে ফিরিয়ে আনা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেভাবে যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে এবং মোবাইলের দিকে, এতে করে সমাজে চরম অবক্ষয় নেমে এসেছে।

সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা একটি শারীরিক অনুশীলন শুধু নয়। এর মাধ্যমে আপনি একটা জাতিকে রিপ্রেজেন্ট করতে পারেন। বর্তমানে বাংলাদেশে ক্রীড়াঙ্গনে যত প্রতিভাধর ক্রিকেটার আছেন, সবাই গ্রাম-গঞ্জ থেকে বেরিয়ে এসেছেন। গ্রাম-গঞ্জে যত বেশি বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হবে তত ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে। তারই ধারাবাহিকতাতেই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে শাহরাস্তি ক্রিকেট একাডেমীর উদ্যোগে। ইতোমধ্যেই টুর্নামেন্টে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে সর্ববৃহৎভাবে এবং পূর্বের বাংলাদেশের সকল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের রেকর্ড ভেঙ্গেছে। এই টুর্নামেন্টের মাধ্যমে সারা বাংলাদেশের নতুন করে উপজেলা পর্যায়ের ক্রীড়াঙ্গন নতুন করে জাগ্রত হয়েছে এবং সবাই এই টুর্নামেন্টে ফলো করছে।

এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করাটা অত্যন্ত ব্যয়বহুল। ইতোমধ্যে এই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে বড়ো ধরনের ঋণগ্রস্ত হয়ে পড়েছি। টুর্নামেন্টের প্রায় সিংহভাগ টাকা এখনো দেনার মধ্যে আছি।

মিঠু এ প্রতিবেদককে আরো বলেন, আমি একজন প্রথম বিভাগের ক্রিকেটার, একজন সংগঠক, শাহরাস্তি ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক। আমি সবসময় স্বপ্ন দেখি আমার নিজের উপজেলাটাকে চিনবে পুরো বাংলাদেশ।

এরই ধারাবাহিকতায় আমি গত বছর সিজন ওয়ান করেছি, যেটা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে টেপ টেনিস ক্রিকেটে। এরই ধারাবাহিকতায় এ বছর আমার স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশের সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট করবো, যেখানে অংশগ্রহণ করবে সারা বাংলাদেশ থেকে ৩২টি দল। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আমি আমার সকল কার্যক্রম সম্পন্ন করেছি। আর এই সবকিছু আমার একক উদ্যোগে করার কারণ হচ্ছে, আমি চাই আমার মতো সবাই সবার উপজেলায় এই ধরনের আয়োজন করুক, যাতে বাংলাদেশে ক্রীড়াঙ্গন অতি দ্রুত এগিয়ে যায়। ইতোমধ্যে আমার শাহরাস্তি ক্রিকেট একাডেমির ছেলেরাও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

ক্রিকেট ভাষ্যকার আর জে মোস্তফা ইকবাল বলেন, এতো বড় টুর্নামেন্ট আমাদের চাঁদপুর জেলায় কখনো হয় নি, মিঠু ভাই এই টুর্নামেন্ট আয়োজন করেছেন। উনার গ্রাম ও উপজেলা, জেলাকে যেনো এই টুর্নামেন্টের মাধ্যমে চিনে থাকে বিশ্ববাসী। দিন-রাত, রাত-দিন শুধু চিন্তায় থাকেন আমার টুর্নামেন্টে আরো কী যেনো বাকি আছে, সেরা আয়োজন কী করা যায়। খেলাধুলার মাধ্যমে শাহরাস্তি ও চাঁদপুর জেলাকে তিনি পরিচয় করে দিতে চান। আমাদের চাঁদপুর জেলার ভালো কিছু করতে গেলে কখনো উৎসাহ দেয়া হয় না। আমি বলবো, খেলাধুলার ক্ষেত্রে মিঠু ভাইকে সকলের উৎসাহ দেওয়া প্রয়োজন।

শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মাইনুল ইসলাম কাজল বলেন, জাতীয় মানের এ আয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি। এই প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশে শাহরাস্তির পরিচয় বৃদ্ধি পেয়েছে।

ক্রীড়াপ্রেমী সাদ্দাম হোসেন মিঠুর এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে যুব সমাজ বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা থেকে ফিরে আসবে। এছাড়া আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফাইনালের ম্যাচ সম্প্রচার হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যাবে ‘শাহরাস্তি ক্রিকেট একাডেমি’র ফেসবুক পেজ ও ‘ই স্পোর্টস’ পেজ থেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়