বুধবার, ২৬ মার্চ, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০০:৪০

ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির ইফতার ও দোয়া

ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির ইফতার ও দোয়া
অনলাইন ডেস্ক

ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে এ ইফতারের আয়োজন করা হয়। ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ শামিম ফারুকী।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, ক্লেমন ক্রিকেট একাডেমির সেক্রেটারি ও ক্রিকেট কোচ নজরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, একাডেমীর ক্রিকেট কোচ রিপন, রাজন, ক্রীড়া সংগঠক দিলীপ কুমার সরকার, ক্রিকেটার তোফায়েল সহ চাঁদপুর জেলার বয়সভিত্তিক ক্রিকেট দলের ক্রিকেটারসহ একাডেমির ক্রিকেটারগণ।

ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা শামিম ফারুকী বলেন, একাডেমীর পক্ষ থেকে ক্রিকেটারদের নিয়ে প্রতিবছরই ইফতার আয়োজন করা হয়। ইফতারে জেলার বিভিন্ন ক্লাবের ক্রীড়া সংগঠক সহ খেলোয়াড় ও অভিভাবকরা অংশ নেন। ইতোমধ্যে রমজানে ও একাডেমীর বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে চাঁদপুর স্টেডিয়ামে ক্লাব পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অনূর্ধ্ব ১৩ বয়সী ক্রিকেটারদের নিয়ে সপ্তাহব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট ও অনূর্ধ্ব ১৪ বয়সী ক্রিকেটারদের নিয়ে ক্লাব কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার ধারাবাহিক এ কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়