শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫

আমি হাদি

এন জে রাবেয়া
আমি হাদি

এন জে রাবেয়া আমি হাদি

আমি হাদি

শোন!

আমি আগুন!

আমি প্রলয়!

আমি শিকল-ছেঁড়া মানুষের প্রথম হাঁক!

আমি হাদি

আমি বজ্র!

আমি বিদ্যুৎ!

আমি রাষ্ট্রের ন্যায়ের

মুখে ছুড়ে মারা প্রশ্ন!

আমি হাদি

আমি লাশ নই,

আমি লাশের ভেতর জেগে ওঠা

অমর অভিযোগ!

আমি হাদি

আমি ‘তদন্ত চলমান’-এর

রক্তাক্ত অনুবাদ!

আমি ‘পরিস্থিতি স্বাভাবিক’-এর

ভয়ংকর মিথ্যা!

আমি হাদি

আমি সেই নাম

যা চাপা দিতে গেলে

ফেটে যায় রাস্তা,

জ্বলে ওঠে জনতা!

আমি হাদি

আমি ফাইল ভাঙা ঝড়,

আমি সিল-ছেঁড়া শপথ,

আমি কমিটির কফিনে

অগ্নিলেখা এপিটাফ!

আমি হাদি

আমার রক্তে

আইনের দ্বিমুখো চেহারা,

এক চোখে ন্যায়,

আরেক চোখে ক্ষমতা!

আমি হাদি

আমি সেই মৃত্যু

যাকে ‘দুর্ঘটনা’ বলে

চালিয়ে দেয় রাজনীতি।

আমি হাদি

আমার মায়ের কান্না,

যা রাষ্ট্রীয় ভাষায়

অনুবাদ হয় না!

আমি হাদি

আমি সেই আগুন

যাকে গুলি করা যায়,

কিন্তু নিভিয়ে ফেলা যায় না!

আমি হাদি

আমি ভাঙি না!

আমি মানি না!

আমি মাথা নত করি না!

আমি হাদি

আমাকে মারতে এসে

তোমরা জন্ম দিয়েছ

হাজারো আমাকে!

আমি সেই হাদি।

আমি হাদি

আমি বিদ্রোহ!

আমি বিস্ফোরণ!

আমি দাবানল!

অন্যায়ের বিরুদ্ধে!

আমি হাদি

শোন ক্ষমতা!

তোমার আইন ভারী হতে পারে,

কিন্তু ইতিহাসে

আগুনই শেষ কথা বলে!

আমি হাদি

আমি শেষ নই

আমি শুরু!

আমি হাদি!

আমি হাদি!

আমি হাদি!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়