সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ১০:৪৫

নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনব্যাপী কর্মসূচির ২য় দিন

সড়কে আইন-শৃঙ্খলা মেনে চলতে চালক ও যাত্রীদের উদ্বুদ্ধ করেতে নিসচার পথসভা

স্টাফ রিপোর্টার
সড়কে আইন-শৃঙ্খলা মেনে চলতে চালক ও যাত্রীদের উদ্বুদ্ধ করেতে নিসচার পথসভা

নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে সড়কে আইন-শৃঙ্খলা মেনে চলতে চালক ও যাত্রীদের উদ্বুদ্ধ করতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শনিবার চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও ইলিশ চত্বর এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি এমএ লতিফ বলেন, জেলা পুলিশ কর্তৃক চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ডিভাইডার কোণ স্থাপন করা হয়েছিল। সেগুলো অদক্ষ চালকের গাড়ির ধাক্কায় সড়কে এলোমেলোভাবে পড়ে ছিল। নিসচার কর্মীরা সে ডিভাইডার কোণগুলো সারিবদ্ধ করে দড়ি টানিয়ে ও সিগন্যাল স্টিকার লাগিয়ে দিয়েছেন। যাতে করে পথচারীরা এলোমেলোভাবে সড়ক পারাপার না হয়। সড়ক পারাপারে জেব্রা ক্রসিং দেওয়া আছে। পথচারী নিয়ম মেনে রাস্তা পারাপার হচ্ছে না। আবার রাতের বেলা চালক দূর থেকে ডিভাইডার কোণগুলো দেখতে পায় না, সে জন্য সিগনাল স্টিকার লাগানো হয়েছে। এছাড়া পথচারীদের রাস্তায় হাঁটতে ডান দিক দিয়ে এবং সিএনজি, ইজিবাইক ও অন্যান্য যানবাহনে উঠতে বামদিকে ওঠানামা করতে আমরা উদ্বুদ্ধ করে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিং করি। হেলমেট পরিধানকারী মোটরবাইক চালকদের নগদ ১০০ টাকা করে পুরস্কার প্রদান করি। মূলত নিরাপদ সড়কে আমাদের করণীয় বিষয় নিয়ে আমদের পথসভা অব্যাহত রয়েছে।

নিসচার জেলা সহ-সভাপতি মাওলানা মোঃ আবদুর রহমান গাজীর পরিচালনায় সংগঠনের জেলা প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ শওকত করিম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, প্রকাশনা সম্পাদক এমএ খালেক, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ আলম, যুব বিষয়ক সম্পাদক এমআই দিদার, সদস্য কামরুল ইসলাম পাটওয়ারী, নূর-ই-আলম, রহমত আলী রিপন, মোঃ ইসমাইল হোসেন, অ্যাডভোকেট মাসুম হোসেন ভূঁইয়া, মোঃ খোরশেদ আলম আখন্দ, তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আলম খান মঞ্জু, ছাত্রলীগ নেতা ফয়সাল পথসভায় অংশ নেন।

উল্লেখ্য, নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন ছিল বিভিন্ন যানবাহন মালিকদের সাথে নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনতামূলক সভা। দ্বিতীয় দিনের কর্মসূচি ছিলো আগামী ৯ অক্টোবর শনিবার সকাল ১১টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও ডিসি অফিস সম্মুখে পথসভা, মাস্ক বিতরণ ও ডিভাইডার স্থাপন। তৃতীয় দিনের কর্মসূচি ১৫ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় নিসচার কার্যালয়ে বিভিন্ন যানবাহন চালকদের প্রশিক্ষণ। চতুর্থ দিনের কর্মসূচি ২২ অক্টোবর শুক্রবার জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের সাথে দিবস পালন এবং মরহুমা জাহানারা কাঞ্চনের জন্য চিশতিয়া জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া। পঞ্চম দিনের কর্মসূচি ২৩ অক্টোবর শনিবার সকাল ১১টায় ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের নিরাপদ সড়ক বিষয়ে ক্যাম্পেইন। ৬ষ্ঠ দিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে এবং নিরাপদ সড়ক বিষয়ে বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাবে সেমিনার ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়