শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২, ০০:০০

নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ

নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

নিরাপদ সড়ক চাই (নিসচা)র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলায় ৭শ’ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান ও ৫শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

৪ ডিসেম্বর রোববার সকাল ১০টায় চাঁদপুরজমিন টাওয়ারে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচার মহাসচিব লিটন এরশাদ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, নিসচার আজীবন সদস্য ও জাইতুন সাহাজ উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ আব্দুল কবির, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সিভিল সার্জন ডাঃ এমজি ফারুক ভূঁইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবক ও নিরাপদ সড়ক চাই চাঁদপুর সদর উপজেলার উপদেষ্টা আলহাজ্ব ওমর পাটওয়ারী।

সভাপতিত্ব করেন নিসচার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীরসাহেব ও বাগাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খান। এ সময় ৭ শ’ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান হয়।

একই দিন দুপুর ২টায় চাঁদপুরজমিন টাওয়ারে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটস্-এর কোষাধ্যক্ষ ড. মোঃ শাহ্ কামাল। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুরের জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, নিরাপদ সড়ক চাই’র মহাসচিব লিটন এরশাদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুর রশিদ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, নিরাপদ সড়ক চাই’র আজীবন সদস্য ডাঃ আব্দুল কবির। সভাপতিত্ব করেন মোঃ রোকনুজ্জামান রোকন।

অনুষ্ঠানে নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা অনেকে জানি না সড়কে কিভাবে চলতে হয়। সড়কে চলার সময় কিছু সাধারণ নিয়ম আছে এই নিয়মগুলো মেনে চললে অনেকাংশেই দুর্ঘটনা রোধ করা সম্ভব। এমনটি না মানলে ঘটে যেতে পারে বড় ধরনের যে কোনো দুর্ঘটনা। তিনি সবাইকে সাবধানে পথ চলার আহ্বান জাানান।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, গাড়ি চালানোর সময় সর্বদা ট্রাফিক আইন মেনে চলুন। ট্রাফিক সিগন্যাল অমান্য করবেন না ও অতিরিক্ত গতি পরিহার করুন। ঘন ঘন লেন পরিবর্তন করবেন না। ট্রাফিক পুলিশকে মান্য করুন। আপনার একটি অসতর্ক মুহূর্ত হতে পারে একটি দুর্ঘটনার কারণ। তিনি যাত্রীদের উদ্দেশ্যে বলেন, কখনো চালককে দ্রুত গাড়ি চালাতে বলবেন না। সব সময় বলবেন চালক ভাই সাবধানে গাড়ি চালান।

রেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের একটু সচেতনতাই পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কমাতে। আসুন, সবাই ট্রাফিক আইন মেনে চলি, নিজের জীবন রক্ষা করি। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা। অসচেতন পথচারী হচ্ছেন পঙ্গু, আবার কাউকে অকালেই বিদায় নিতে হচ্ছে পৃথিবী থেকে। ট্রাফিক আইন মেনে চলা একটি জাতির সভ্যতার প্রতীক, আসুন সবাই মিলে ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়