রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ২০:২৯

চাঁদপুরের ১১তম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুরের ১১তম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ

চাঁদপুর জেলার ১১তম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়েছেন মুনতাসির আহমেদ। গত ২০ নভেম্বর তিনি চাঁদপুরে যোগদান করেন। এর আগে তিনি সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) হিসেবে দায়িত্ব পালন করেন। মুনতাসির আহমেদ নোয়াখালী জেলার মাইজদী এলাকার কৃতী সন্তান। তাঁর বাবা অ্যাড. আব্দুল কাদির (সাবেক জিপি) ও মা নুসরত জাহান বেগম (নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা)। মুনতাসির আহমেদ ২০০৮ সালে ফেনী জেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১০ সালে চট্টগ্রাম মেট্রোপলিটনে সর্বকনিষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন। ২০১৩ সালে চাঁদপুর আদালতে সিনিয়র সহকারী জজ, ২০১৫ সালে কুমিল্লায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২০১৬ সালে ভোলায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (যুগ্ম জেলা জজ), ২০১৮ সালে চট্টগ্রাম বন্দরে আইন কর্মকর্তা, ২০২২ সালে গাইবান্ধায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১), ২০২৪ সালে সাতক্ষীরায় ২ মাস অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক। এছাড়া মুনতাসির আহমেদ সাতক্ষীরায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত), গাইবান্ধায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত), চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার কগনিজ্যান্স ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বন্দরে আইন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে লালদিয়া চরে চট্টগ্রাম বন্দরের ৫৩ একর ভূমির অবৈধ দখল পুনরুদ্ধার, ঢাকাস্থ চট্টগ্রাম বন্দরের রেস্ট হাউজ সংক্রান্ত আইনগত জটিলতা নিরসন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন-২০২১-এর খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুনতাসির আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করেন। তিনি অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি থেকে জুডিসিয়াল ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ে প্রশিক্ষণ নেন এবং চট্টগ্রাম বন্দরের প্রতিনিধি দলের সদস্য হিসেবে জার্মানি, নরওয়ে, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেন। জুডিসিয়াল সার্ভিসে যোগদানের পূর্বে তিনি ২০০৬-২০০৮ সালে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শিক্ষকতা এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়া মুনতাসির আহমেদ চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটি, আইআইইউসি, সাউদার্ন ইউনিভার্সিটি, দারুল এহসান ইউনিভার্সিটি, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে শিক্ষকতা করেন। চাঁদপুরে যোগদানের পরে নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে চাঁদপুর জেলা ও দায়রা জজ এবং পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। তিনি যেনো অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সেজন্যে সকলের দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়