রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ২১:৩২

নানা অনিয়মের অভিযোগে চাপ আড্ডা ও সুলতান শেফকে জরিমানা

অনলাইন ডেস্ক
নানা অনিয়মের অভিযোগে  চাপ আড্ডা ও সুলতান শেফকে  জরিমানা

নানা অনিয়মের অভিযোগে চাঁদপুর শহরের শহীদ মিনার সংলগ্ন 'চাপ আড্ডা' ও 'সুলতান শেফ'কে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তরের টিম। ২৩ নভেম্বর শনিবার রাতের অভিযানের এ তথ্য নিশ্চিত করেন জেলা ভোক্তা কর্মকর্তা নূর হোসেন রুবেল। তিনি 'চাপ আড্ডা'র অভিযোগ তুলে ধরে বলেন, দোকানটিতে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া বন রুটি দিয়ে বার্গার তৈরি, মূল্য তালিকা না থাকা এবং ময়লা পানিতে প্লেট গ্লাস ধুয়ে তা পরিবেশনসহ একাধিক অভিযোগ প্রমাণিত হয়। যার দায়ে 'চাপ আড্ডা' ঘরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তিনি 'সুলতান শেফ'-এর অভিযোগ প্রসঙ্গে বলেন, দোকানটিতে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া বন রুটি দিয়ে বার্গার তৈরি, পোড়া তেল সংরক্ষণ ও তা দিয়ে চিকেন চাপ তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও তৈরিসহ নানা অভিযোগের দায়ে একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিন সর্বমোট ২ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার স্বার্থ সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। এদিকে এ বিষয়টি অবগত হয়ে চাঁদপুর রেলওয়ে থানার ওসি রাজিব বলেন, শহীদ মিনারের পাশের চাপ আড্ডা, সুলতান শেফ সহ বেশ ক'টি দোকানপাট গড়ে ওঠা জায়গাটা রেলেওয়ের। যে কোনো সময় রেলওয়ে কর্তৃপক্ষ চাইলে আমরা রেলওয়ে থানা পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে একযোগে সেখানকার অবৈধ দোকানপাট উচ্ছেদের অভিযান পরিচালনা করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়