বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৪

শখ থেকে সাংবাদিক শওকত করিমের ছাদে সবজি বাগান

কৃষিকণ্ঠ প্রতিবেদক
শখ থেকে সাংবাদিক শওকত করিমের ছাদে সবজি বাগান

চাঁদপুর শহরে বাড়ির ছাদে বাগান করা বেশ জনপ্রিয়তা পেয়েছে। এখন অনেক বাড়ির ছাদে তাকালেই বিভিন্ন ধরনের বাগান চোখে পড়ে।পরিকল্পিতভাবে উদ্যোগ নেওয়া হলে বাড়ির ছাদে যে কোনো গাছ, এমনকি শাকসবজিও ফলানো সম্ভব। শখ থেকে ছাদবাগান এখন অনেকেই করছেন। এমনই একজন শখের ছাদবাগান উদ্যোক্তা চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা সাংবাদিক মোঃ শওকত করিম। যিনি ছাদবাগান করে সাফল্য আশা করেছেন। তার এই উদ্যোগ দেখে আশেপাশের অনেকেই ছাদবাগান গড়তে আগ্রহ দেখাচ্ছেন।

সাংবাদিকতার পাশাপাশি অবসর সময় কাটানোর জন্যে ২০২৩ সালের নভেম্বর মাস থেকে শওকত করিম তার বাসার ছাদে কিছু কিছু গাছ লাগানো শুরু করেন। ইউটিউব এবং কৃষিবিষয়ক অনুষ্ঠান দেখা তার শখ। এক সময় বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখে ছাদবাগান করার ইচ্ছে জাগে তার। এ বছর বাড়ির ছাদে ড্রামের টব বানিয়ে তাতে মাটি ও জৈব সার মিশিয়ে বিশেষ ধরনের পিট তৈরি করে দেশি-বিদেশি নানা জাতের চারা লাগিয়ে গড়ে তুলেছেন ফলদ, ঔষধি, সবজি ও ফুলের বাগান।

তার এ বাগানে রয়েছে ড্রাগন, কাগুজি লেবু, আছে বেগুন, মিষ্টি কুমড়া, পেঁপে, ঢেঁড়শ, লাউ, সিম, পালংশাক, মুলাসহ নানা প্রকারের সবজি। এ ছাড়া ছাদে দেখা গেল পাথরকুচি, কালমেঘ, তুলসী, ডায়াবেটিক নিয়ন্ত্রক গাছসহ বিভিন্ন ধরনের ঔষধি গাছ। ছাদের চার কোণে দৃষ্টিনন্দন গোলাপ, জবা, গাঁদা, রজনীগন্ধা, পাতাবাহারসহ নানা ফুলের সমারোহ। দেখে বোঝার উপায় নেই, এটি কোনো ছাদ নাকি সবুজ ফসলের মাঠ।

তার এই সাফল্য দেখে বিভিন্ন মহল্লা থেকে সৌখিন মানুষ ও নতুন উদ্যোক্তারা ছুটে আসছেন তার বাগান দেখতে ও পরামর্শ নিতে। এমনই কয়েকজনের দেখা মিললো শওকত করিমের ছাদবাগানে। তাদের একজন হাসিবুল ইসলাম। তিনি চেয়ারম্যানঘাটা থেকে এসেছেন। তিনি জানান, ছাদবাগান উদ্যোক্তা মোঃ শওকত করিমের ছাদবাগানের সুনাম শুনে দেখতে এসেছেন। তিনিও একটি ছাদবাগান করতে চান। তাই কোথায় থেকে চারা কিনবেন, কীভাবে চারা রোপণ করবেন, কোন্ পদ্ধতিতে চাষাবাদ করলে সফল হবেন এমন নানা বিষয়ে পরামর্শ নিতেই তার কাছে এসেছেন তিনি।

ছাদবাগান দেখতে আসা হাছিনা বেগম বলেন, আমি শওকত করিমের ছাদবাগান দেখতে এসেছি। এসে দেখলাম এখানে বিভিন্ন রকমের ফল, ঔষধি, সবজি ও ফুল গাছ আছে। এখানে সম্পূর্ণ নিরাপদ উপায়ে বিষমুক্ত সবজি ও ফল উৎপাদন হচ্ছে। আমিও এখান থেকে ফিরে আমার বাড়ির ছাদেও ছাদবাগান গড়ে তুলতে চাই।

ছাদবাগান উদ্যোক্তা মোঃ শওকত করিম বলেন, বিভিন্ন টিভি চ্যানেলে কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখে ছাদবাগান করতে অনুপ্রাণিত হই। এবার কয়েকবার বন্যায় ফসল নষ্ট হওয়ায় এবং নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্যে বাড়ির ছাদে গড়ে তুলি এই বাগান। প্রতিদিন নিয়ম করে আমি আমার মা, স্ত্রী এবং ছেলে-মেয়ে বাগান পরিচর্যার কাজ করি। এই বাগান থেকে আমার পরিবার বিষমুক্ত ফল ও সবজি পাবো। পরিবারের চাহিদা পূরণ করে অতিরিক্ত ফল ও সবজি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বণ্টন করে দেওয়ার চিন্তা আছে। আগামীতে এই বাগান আরও বড় পরিসরে বাণিজ্যিকভাবে করার পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়