প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ০০:০০
নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার ২০২২-২০২৩ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মোঃ বারাকাত উল্লাহকে পাটওয়ারীকে সভাপতি এবং নারায়ণ রবি দাসকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়। এছাড়া ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও অনুমোদিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব লিটন এরশাদের স্বাক্ষরিত পত্রে কমিটি অনুমোদনপ্রাপ্ত হয়। কমিটির উপদেষ্টাগণ হলেন : ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসাইন, চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম সোহেল, সমাজসেবক ও রাজনীতিবিদ বেলায়েত হোসেন সুমন, মোঃ মনির হোসেন পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহিদুল ইসলাম সুমন।
পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন : সহ-সভাপতি প্রবীর চক্রবর্তী, মোঃ আব্দুল মালেক, নুরুল ইসলাম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন সৈকত, মুহাম্মদ শাকিল হোসেন, মোঃ আক্তার হোসেন, অর্থ সম্পাদক বাকি বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ খান ফারাবি, দপ্তর সম্পাদক রুহুল আমিন খান স্বপন, প্রচার সম্পাদক সাহাবুদ্দিন মিজি, প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আবদুল জলিল, আইন বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম হাসান সজীব, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাঈদ পাটওয়ারী, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ সুলতানা রাজিয়া ও যুব বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন মৃধা। কার্যকরী সদস্যগণ হলেন : মোহাম্মদ শাহআলম, মোঃ দেলোয়ার হোসেন সোহেল, সমীর চন্দ্র কুরী, মোঃ জাহিদুল ইসলাম ফাহিম, মোহাম্মদ মাছুম তালুকদার, মোঃ ওমর ফারুক পাটওয়ারী, মোঃ মামুনুর রশিদ, মোঃ ইকবাল হোসেন খান, মোহম্মদ হোসেন, লিটন চন্দ্র দাস, মোঃ ইসমাইল হোসেন, মোঃ শাহাবুদ্দিন বকাউল, মোঃ আলমগীর পাটওয়ারী, আলআমিন গাজী, মিসেস রুবী বেগম, জসিম উদ্দিন খান, কফিল উদ্দিন, মোঃ সেলিম রেজা গাজী, হারুনুর রশিদ ও মোঃ মিল্লাত চৌধুরী।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনারোধে নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখা দীর্ঘ ছয় বছর সক্রিয় কার্যক্রম চালিয়ে আসছে।