প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০
জেলা যাচাই-বাছাই কমিটির সভায় সিদ্ধান্ত
১৯০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে
২৩ আগস্ট ২০২১ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক গৃহীত 'ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি’র জেলা যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৯০ জন রোগীর প্রত্যেককে নীতিমালা অনুসারে ৫০ হাজার টাকা করে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকলের জ্ঞাতার্থে জানানো হয়েছে যে, জটিল রোগীদের চিকিৎসায় সরকার কর্তৃক গৃহীত এ সহায়তা কার্যক্রম বিধি মোতাবেক অব্যাহত থাকবে।